কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত।
ঘোষিত ফল অনুযায়ী, নৌকা মার্কার প্রার্থী আরফানুল হক পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ির প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
আজ (বুধবার) রাতে নগরীর শিল্পকলা একাডেমি থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় ও বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনা।