সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ কেজি গাজা সহ কুদ্দুস আলী (২৬) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হচ্ছে ফুলবাড়ি উপজেলার অনন্তপুর মন্ডল গ্রামের মৃত্যুর জাহাঙ্গীর আলমের পুত্র।
পুলিশ জানায় কুদ্দুস আলী তাহার নিজের ব্যবহৃত অটোরিকশায় বিশেষ কায়দায শুকনা গাজা ফুলবাড়ী থানা এলাকা হতে উলিপুর যাওয়ার পথে সদর থানার বিশেষ অভিযানে ১৫ কেজি গাজা ও ১ টি চার্জার অটোসহ তাকে ভোকেশনাল মোড় এলাকায় আটক করা হয়।
কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়ের নির্দেশে অভিযানে অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর নেতৃত্বে এসআই আহসান সোহেল সৌরভ,প্রলয় কুমার বর্মা,এএসআই আসাদুজ্জামান, এএসআই মিল্টন,কনস্টেবল আয়নাল অংশ নেন।
মামলা রুজু শেষে আসামীকে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।