YOU MAY SPEAK ENGLISH COURSE

ভিডিও:

আজকে আমরা কিভাবে have to/has to  এবং  am to/is to/are to ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে হয় তা জানবো।
প্রথমে আমরা শিখবো have to/has to এর ব্যবহার।

এতদিন আমরা জেনে এসেছি কোন কাজ করতে হবে বুঝাতে have to/has to এর ব্যবহার হয়।

যেমন ; আমাকে এই কাজটি করতে হবে : I have to do this work.
কিন্তু আজকে আমরা শিখবো এর perfect ব্যবহার।

অর্থাৎ ; কোন কাজ ধারাবাহিকভাবে করতে হয় এমনটি বুঝালে have to/has to এর ব্যবহার হয়।

যেমন ; আমাকে আমার ভাইকে স্কুল থেকে আনতে হয়  : I have to fetch my brother from his school.

আমরা প্রথমে subject + have to/has to +verb1+extension
আমাকে ভাত খেতে হয় : I have to eat rice.

আমাকে দুধ খেতে হয় : I have to drink milk.

আমাকে ছবি আঁকতে হয় : I have to draw picture.

আমাকে স্কুলে যেতে হয় : I have to go to school.

আমাকে বগুড়া যেতে হয় : I have to go to Bogura.

যদি বলা হয় ; তাকে এই কাজটি করতে হয় : He/She has to do this work.

আমরা জানি শুধু  Third /3rd person singular number এর শেষে has বসে ; বাকি সব ক্ষেত্রে have বসে।
আমাকে খেতে হয় : I have to eat.

আমাদেরকে খেতে হয় : We have to eat.

তোমাকে খেতে হয় : You have to eat.

তোমাদেরকে খেতে হয় : You have to eat.

তাকে খেতে হয় : He/She has to eat.

তাহাদেরকে /তাদেরকে খেতে হয় : They have to eat.

এভাবেই আমরা যখন কোন কাজ ধারাবাহিকভাবে করতে হয় বুঝাবে তাহলে have to/has to ব্যবহার করে ইংরেজি করবো।

২য় Rules ;  am to/is to/are to এর ব্যবহার।

পূর্ব নির্ধারিত কোন কাজ করতে হবে বুঝাতে am to/is to/are to এর ব্যবহার হয়।

Structure : Subject +am to/is to/are to +verb1+ extension

আমাকে আমার আংকেলকে রিসিভ করার জন্য বিকেল ৫টায় কমলাপুর রেলস্টেশনে যেতে হবে : I am to go to Kamlapur Railway Station to receive my uncle.

আমাকে আজকে বগুড়া যেতে হবে : I am to go to Bogura today.

আমাকে হাঁটতে হবে : I am to walk.

আমাকে দৌড়াতে হবে : I am to run.

আমাকে সাঁতার কাটতে হবে : I am to swim.

আমাকে ছবি আঁকতে হবে : I am to draw picture.

আমাকে টিভি দেখতে হবে : I am to watch TV.

আমাকে গান শুনতে হবে : I am to listen music.

আমাকে হাঁটতে হবে : I am to walk.

আমাদেরকে হাঁটতে হবে : We are to walk.

তোমাকে হাঁটতে হবে : You are to walk.

তোমাদেরকে হাঁটতে হবে : You are to walk.

তাকে হাঁটতে হবে : He/She is to walk.

তাদেরকে হাঁটতে হবে : They are to walk.

এভাবেই আমরা পূর্ব নির্ধারিত কোন কাজ করতে হবে বুঝালে am to/is to/are to ব্যবহার করে ইংরেজিতে কথা বলবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে