কাহালু (বগুড়া) প্রতিনিধি :

৩০ জানুয়ারী বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছেন রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। কাহালু পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৪৩টি বুথে সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কাহালু পৌরসভার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১’শ ৪০ জন। উক্ত নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ ও বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল মান্নান (ভাটা মান্নান)। এ ব্যাপারে রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, কাহালু পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট অবস্থান করবেন। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে