এম এ মতিন, কাহালু ( বগুড়া) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ এর আয়োজনে রোববার বগুড়ার কাহালু থানা চত্বরে আনন্দ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন। উক্ত আনন্দ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশিদ। কাহালু থানার সেকেন্ড অফিসার আবু শাহিন কাদির এর সার্বিক সহযোগিতায় ও কাহালু থানার এস আই নাজমুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজিবর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, ইউ পি চেয়ারম্যান হারেজ উদ্দিন, সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন. রুুহুল আমিন তালুকদার বেলাল, মিটু চৌধুরী, বদরজ্জামান খান বদের, আবু তাহের সরদার (হান্নান), কাহালু মডেল প্রেসকাবের ইউনুস আলী টনি, কাহালু থানার এস আই মাহবুব আলম, মহিউদ্দিন, হাফিজুর রহমান, খায়ের উদ্দিন, মুকুল চন্দ্র বর্মন, গুলবাহার খাতুন, খোকন চন্দ্র ভৌমিক, রেজাউল করিম, এ এস আই জাহিদুর রহমান, আরোজ আলী, মিলন, মাসুদ রানা প্রমূখ। উক্ত আনন্দ উদযাপন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।