এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

রোববার বিকেলে বগুড়ার কাহালু থানার আহত এ এস আই মাসুদ রানার বাসায় খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভি পি সাজেদুর রহমান (শাহিন)।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার সেকেন্ড অফিসার আবু শাহিন কাদির, এস আই হাফিজুর রহমান, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি ও নারহট্র ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহিম, আওয়ামীলীগনেতা শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, রুহুল আমিন, গোলাম মোস্তফা সারোয়ার, স্বেচ্ছাসেবকলীগনেতা রকি হোসেন, খাদেমুল ইসলাম বাবু প্রমূখ।

উল্লেখ্য যে, গত ৭ নভেম্বর কাহালু পৌরমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে হট্রগোলের সময় এ এস আই মাসুদ রানার বাম চোখে পাথরের আঘাত লাগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে