কাহালু (বগুড়া), প্রতিনিধি:
স্থানীয় সরকারের সাথে ২০২১/২২ অর্থ বছরের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা বাজেট বরাদ্দের দাবীতে বুধবার বগুড়ার কাহালু জাগরনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে পৌরসভার কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল এর নিকট স্বারক লিপি প্রদান করেন জাগরনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হারুন অর রশিদ। স্মারকলিপি প্রদান শেষে বাজেট ক্যাম্পেইন এর উপর এক আলোচনা সভা জাগরনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার কাউন্সিলর আছমা বেগম, বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ, বগুড়া জেলা স্পদন প্রতিবন্ধী নারী পরিষদ এর সভাপতি মোছা. রেবেকা আক্তার রিতা প্রমূখ। বাজেট ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাগরনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।