কাহালু(বগুড়া) প্রতিনিধি:

মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদের নির্মান কাজ পরিদর্শন করেছেন গণপূর্ত অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.খালেকুজ্জামান চৌধুরী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তর বগুড়ার নির্বাহি প্রকৌশলী বাকিউল্লাহ, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহজাহান আলী মোল্লা, ঠিকাদার শাহিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন কাহালু,দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, ইসলামিক ফাউন্ডেশনের রিসোর্স কাম সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আলহাজ্ব মাওঃ আব্দুল হাই, ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষক সেকেন্দার আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নির্মান কাজ পরিদর্শনকালে তিনি ঠিকাদারকে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে কাজ সমাপ্ত করার জন্য তাগিদ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে