কাহালু(বগুড়া) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থায়ী জামিন এবং ধান, চাল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচী পালন করেন।

উক্ত মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন, সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, হুমায়ন কবির খোকা, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, বিএনপিনেতা মকুবল হোসেন, কোরবান আলী, মাকছুদুর রহমান মুঞ্জু, আব্দুর রশিদ উজ্জ্বল, আব্দুল ওয়াহেদ, সাদ্দাম হোসেন, যুবদলনেতা জিল্লুর রহমান, খোকন খান, আব্দুল কুদ্দুস, ছাত্রদলনেতা রাকিব হাসান, স্বেচ্ছাসেবকদলনেতা আবু জ্বর আল গেফারী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে