এম এ মতিন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সূর্যাদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। কাহালু উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সকাল ৮ টায় কাহালু উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভার্চুয়াল (অনলাইনে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। পুষ্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন ও ভার্চুয়াল (অনলাইনে) অংশগ্রহন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদওয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, রশিদ লালু, রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, মুরইল ইউ পি চেয়ারম্যান হারেজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদার, ফজের আলী, কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে