কাহালু(বগুড়া), প্রতিনিধি:

রোববার বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভালশুন বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফার্স্ট  এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কাহালু শাখা প্রধান মো. আকরামুল ইসলাম।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মোছা. মর্জিনা বেগম, বীরমুক্তিযোদ্ধা মেশারফ হোসেন, আব্দুস সামাদ মন্ডল, সমাজসেবক নেছার উদ্দিন, ভালশুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলু বারী।

এজেন্টের বক্তব্য রাখেন মেসার্স জাফর ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আশিক হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু শাখার সিনিয়র অফিসার গোলাম রসুল। আলোচনা সভা শেষে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে