কাহালু (বগুড়া) প্রতিনিধি :
দীর্ঘ প্রায় ১৭ বছর পর শনিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার খাজলাল গ্রামে মন্ডল গভীর নলকুপ এর বিদ্যুৎয়ানের উদ্বোধন করেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-(১) এর জি.এম মনির উদ্দিন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি (১) এর সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি ও কাহালু এলাকার পরিচালক আলহাজ্ব আব্দুল করিম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি কাহালু জোনাল অফিসের ডি.জি.এম হাবিবুর রহমান, খাজলাল মন্ডল গভীর নলকুপ এর ম্যানেজার আব্দুস সামাদ মন্ডল, সদস্য বজলুর রহমান, আলী আক্কাছ মাষ্টার, শাহ জালাল (ইউ পি সদস্য), ইউসুফ আলী , গোলাম রায়হান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।