এম এ মতিন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাইকা এর উদ্দ্যেগে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা ইঞ্জিনিয়ার আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ।