এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বুধবার বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়ন পরিষদে উপকার ভোগীদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল।
এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউ পির সচিব মো. শোয়াইব, ইউ পি সদস্য তোতা মিয়া সাহানা, আবু সাঈদ (বেনু), জামাল উদ্দিন সহ অন্যান্য ইউ পি সদস্যবৃন্দ।