এম এ মতিন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

শুক্রবার বগুড়ার কাহালুর ডোমারগ্রামের মরহুম মজিবর রহমান সরকারের স্মরণে এরুইল বাজার নিউ সিটি ফার্মেসীতে দিনব্যাপী “ফ্রি মেডিক্যাল ক্যাম্প” এর আয়োজন করেন মুরইল ইউ পি সদস্য মাকছুদুর রহমান মুঞ্জু।

উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মো. মুশফিকুর রহমান (ক্রিটিকেল কেয়ার মেডিসিন ও পেইন মেডিসিন অভিজ্ঞ), ঢাকার বারডেম হাসপাতালের ডাঃ নুসরাত রহমান তিশা ( ডায়াবেটিস, শিশু ও স্ত্রী প্রসূতিরোগে অভিজ্ঞ) ও নন্দীগ্রাম (বিজরুল) হাসপাতালের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোছা. দৌলতুন নেছা (ডি.এম.এফ (ঢাকা)।

এ সময় উপস্থিত ছিলেন অয়োজক মুরইল ইউ পি সদস্য মাকছুদুর রহমান মুঞ্জু, এরুইল বাজার নিউ সিটি ফার্মেসীর প্রোপ্রাইটর মো. এরশাদুল হক (ফার্মাসিষ্ট) সহ বিভিন্ন এলাকা হতে প্রায় ২’শত নারী ও পুরুষ রোগী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে