কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১২ ব্যক্তির ২ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই রেজাউল করিম সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে শতভাগ মাস্ক ব্যবহারের জন্য হ্যান্ড মাইকে জনগণকে অবগত করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান ।