কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
ইংরেজী বর্ষ বরণ উপলক্ষে সারাদেশের ন্যায় শনিবার বেলা ১১ টায় বগুড়ার কাহালুর কবির ট্রেডার্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর এক্সক্লুসিভ শো রুমের প্রোপ্রাইটর এর উদ্যোগে কেক কর্তন করা হয়।
কের্ক কর্তন এর উদ্বোধন করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজিবর রহমান, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান, কবির ট্রেডার্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর এক্রক্লুসিভ শো রুমের প্রোপ্রাইটর সাগর চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (তোফা), কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম (সাঈফ), শিক্ষক আলমগীর হোসেন সহ অত্র শো রুমের বিক্রয় প্রতিনিধিবৃন্দ।