এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের পর বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল, উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল, কাাহালু থানার সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ঐতিহাসিক রেলওয়ে বটতলায় বঙ্গবন্ধুর ম্যুরাল দিনরাত গ্রাম পুলিশ প্রহরায় রখেছে উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল। যেখানে যেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে সেখানে সার্বক্ষণিক গ্রাম পুলিশ পাহারা বসানো হয়েছে। মাঝে মধ্যে রাতে বঙ্গবন্ধুর ম্যুরালে সরেজমিনে গিয়ে পাহারারত গ্রাম পুলিশের খোঁজ খবর নেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় তার সঙ্গে উপস্থিত থাকেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদওয়ানুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার সেকেন্ড অফিসার আবু শাহিন কাদির সহ পুলিশের অন্যান্য।