এম এ মতিন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৫ ব্যক্তির ২ হাজার ৯’শ ৫০ টাকা জরিমানা।
বুধবার বগুড়ার কাহালু বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৫ ব্যক্তির ২ হাজার ৯’শ ৫০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই খায়ের উদ্দিন সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। আগামী কাল থেকে কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাদের জেল জরিমানার কথা হ্যান্ড মাইকে জনগণকে অবগত করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।