এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু চারমাথাস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব অধ্যক্ষ হোসেন আলীর ৮ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু।