মোঃকাওছার আলী,কাহালু প্রতিনিধিঃ

কাহালুতে বাসের ধাক্কায় মিম সরকার (২৬) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত । এসময় আহত হয়েছেন তার বাবা মোফাজ্জল হোসেন।

আজ সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার শেখাহার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিম সরকার কাহালু উপজেলার কাউরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

প্রত্যক্ষ দর্শীগন জানান, মিম সরকার তার বাবাকে মোটরসাইকেল নিয়ে পার্শ্ব রাস্তা থেকে আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় বগুড়া থেকে নওগাঁ গামী নওগাঁ ট্রাভেল ঢাকা মেট্রো  ব-১৪০০৮ নামক একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মিম সরকার মারা যান এবং তার বাবা মোফাজ্জল হোসেন মারাত্বক আহত হন।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন  বলেন, দুর্ঘটনার পরপরই নওগাঁ ট্রাভেলস নামের বাসটি আটক করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে