এম এ মতিন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার বগুড়ার কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বগুড়া এরিয়া ১১ পদাধিক ডিভিশন এর তত্ত¡াবধানে বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার এবং কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন/২০২১ইং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া এরিয়া ১১ পদাধিক ডিভিশন এর সার্জন প্রশান্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, ইউ পি চেয়ারম্যাান হারেজ উদ্দিন, সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, রুহুল আমিন তালুকদার বেলাল, ছেলিম উদ্দিন, আলমগীর আলম কামাল, মিটু চৌধুরী, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিক/শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হতে অঘোর মাল া উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। অঘোর মাল া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ১ম স্থান অধিকার করে জামগ্রাম ইউনিয়নের মিরাজুল ইসলাম, ২য় স্থান অধিকার করে দূর্গাপুর ইউনিয়নের আব্দুল কুদ্দুস ও ৩য় স্থান অধিকার করে মাল া ইউনিয়নের রনি। এছাড়া আরও ২০ জনের মধ্যে জামগ্রাম ইউনিয়নের ৫জন মেডেল পেয়েছে। পুরস্কার বিতরণ করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।