কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু পৌর এলাকায় সাগাটিয়া গ্রামের পূর্ব পার্শ্বে ১ কক্ষ প্রাচীর মন্দিরটি মাড়োয়ারীর পরিবারের।
পরিবারটি ভারতে চলে যাওয়ায় মন্দির সহ ৩/৪ বিঘা জমি পতিত ছিল বলে অত্র এলাকার একাধিক ব্যক্তি জানান।
এছাড়াও মন্দির এলাকায় ৪৭৭ শতক জমির অবৈধ ভাবে বিক্রি না করার জন্য হাইকোর্ট স্টাটাসকো দিয়েছে। অথচ হাইকোর্ট স্টাটাসকো অপেক্ষা করে রাতে আঁধারে জায়গা ভরাট এবং বসতবাড়ি ও জায়গা জমি জোরদখলের চেষ্টা করায় গত ২০/১২/২০২০ইং তারিখে কাহালুর জমায়াতনেতা ফখরুল ইসলাম সহ তার ৬ সহযোগীর বিরুদ্ধে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মৃতঃ কাবিল তালুকদার এর স্ত্রী আমেনা বেওয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমেনা বেওয়া বলেন, তার স্বামী কাবিল তালুকদার কাছ থেকে স্বামী ভাই মোকাব্বর তালুকদর প্রতারণা করে ভুয়া দলিল সৃষ্টি করে আধা শতক জমির পরিবর্তে ৯০ শতক জমি বেদল করে নেওয়ার দাবী করেন।
বর্তমানে ঐ ৯০ শতক জমি আবার এলাকার ভুমিদুস্যু হিসেবে পরিচিত জামায়াতনেতা ফখরুল ইসলামের মাধ্যমে শিল্পী কনস্ট্রাকশন নামে হাউজিং কোম্পানীর কাছে বিক্রি করে দিয়েছে। শুধু তাদের জমি নয় হাউজিং কোম্পানীর মালিক প্রায় ২ শত শতাংশ সরকারি জমি দখল করে নিয়েছেন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমার সন্তানদের বসতবাড়ি ও জমি দখল জবর চেষ্টায় হাউজিং কোম্পানীর মালিক সিদ্দিকুর রহমান, তার সহযোগী আবু মুসা, মোকাব্বর তালুকদার, জাহাঙ্গীর আলম ও টুটুল। তিনি সুবিচারের প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সৃ-দৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলন করার পর থেকেই বিবাদীরা আমেনা বেওয়া হুমকি প্রদান করে আসছে বলে তার পরিবার সূত্রে জানানো হয়।