এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
রোববার রাতে বগুড়ার কাহালু থানা চত্বরের সামনে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর বাস্তবায়নে “থানা পুলিশ পার্ক” এর উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী চৌধুরী (প্রশাসন), মো. আব্দুর রশিদ (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, (বগুড়া সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির, এস আই মহিউদ্দিন, মাহবুব হোসেন, হাফিজুর রহমান, খায়ের উদ্দিন, মুকুল চন্দ্র বর্মন, গুলবাহার খাতুন, রেজাউল করিম, খোকন চন্দ্র ভৌমিক, মেহেদী হাসান, সহ থানার এ এস আই ও পুলিশ সদস্যবৃন্দ।
“থানা পুলিশ পার্ক” এর উদ্বোধন শেষে থানা জামে মসজিদের টাইল্স কাজের উদ্বোধন ও পার্ক পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। গত ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর কাহালু থানার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।
উল্লেখ্য যে, এই “থানা পুলিশ পার্ক” সব সময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।