কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার কাহালু থানার এস আই মুকুল চন্দ্র বর্মন ও এ এস আই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বটতলী এলাকা থেকে ১ শত ১০ পিচ ইয়াবা সহ রাব্বি (২০) ও আব্দুল মজিদ (৩৪)কে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত রাব্বি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ও আব্দুল মজিদ একই গ্রামের সোলায়মান আলীর পুত্র। কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে