কাহালু (বগুড়া) প্রতিনিধি :
“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস/২০২০ইং উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. রিদওয়ানুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।