আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার পশ্চিম ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নজিরবিহীন তাপপ্রবাহ দেখা দেওয়ায় দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত পাঁচদিনের প্রচন্ড তাপপ্রবাহে অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া যুক্তরাষ্ট্রের অরেগনে ৬৩ ও পোর্টল্যান্ডে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন ও অরেগনে দাবানল ছড়িয়ে পড়ার সতর্কতা জারি করেছে প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তণের কারণেই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে