মোঃ আনোয়ার হোসেন কাজিপুর উপজেলা প্রতিনিধি :
কাজিপুর থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল (শনিবার) বিকাল ৫ টায় কাজিপুর থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদদীন চৌধুরী পিপিএম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, পুলিশ পরিদর্শক তদন্ত সোহেব খান।
এস আই শাহিন মাহমুদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টি এম শফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন, সুশীল সমাজের এক অংশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানা পুলিশের বিভিন্ন অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।
পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।