মোঃ আনোয়ার হোসেন, কাজিপুর উপজেলা প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার ২১ এপ্রিল কাজিপুর উপজেলা সিংলা বাড়িতে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে কাজিপুর উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য :প্রতিমন্ত্রী পলক বলেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার কাজিপুর সিরাজগঞ্জ বাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার আগামী দেড় বছরের মধ্যেই এই আইটি ট্রেনিং সেন্টারের কাজ শেষ হয়ে যাবে এবং দুই বছরের মধ্যেই এখানে আমরা কার্যক্রম শুরু করব। এখান থেকে প্রতিবছর এক হাজার তরুণ-তরুণী ট্রেনিং নিয়ে তাদের কর্মস্থানের ব্যবস্থা নিতে পারবে। এই তরুন তরুনীরা আমেরিকায় বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ডলার ইনকাম করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের পরিচালক বিগ্রেডিয়ার সৈয়দ রফিকুল হক।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন কাজিপুর সিরাজগঞ্জে যে ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়ে এসেছে আমাদের ছাত্র-ছাত্রীদের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে