মোঃ আনোয়ার হোসেন, কাজিপুর উপজেলা প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে ৪৬টি ও সোনামুখী ইউনিয়নে ৪টি ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বাড়ির দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কাজিপুর উপজেলা পরিষদের হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ্ আলম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, তেকানী ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর থানার অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত প্রমুখ।

এ বিষয়ে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, উপজেলায় প্রথম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৫৫টি এবং ৩য় পর্যায়ে ৫০টি মোট ১৪০টি ঘর।

আজ ৫০টি বরাদ্দকৃত ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩য় পর্যায়ে উপজেলায় মোট ৫০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চালিতাডাঙ্গা ইউনিয়নে ৪৬ টি এবং সোনামুখী ইউনিয়নে ৪ টি ঘর দেওয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে