মোঃ আনোয়ার হোসেন (কাজিপুর) প্রতিনিধিঃ
কাজিপুর থানার ধারবাহিক আভিযানে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে কাজিপুর থানার পুলিশ।
রবিবার দুপুর ১ টায় গান্ধাইল গ্রামে এক মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে একশত এগার পিচ ইয়াবা ট্যাবলেট সহ স্বপন বাবু কে গ্রেফতার করে পিতা-মোঃ আবুল কাশেম,গ্রাম-মেঘাই পশ্চিম পাড়া। কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামস্থ গান্ধাইল ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ শহিদুল ইসলাম, পিতা-মৃত বেলায়েত প্রাং এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে স্বপন বাবু কে গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত মামলা মূলে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম আরো বলেন, মাননীয় পুলিশ সুপার মোঃআরিফুর রহমান মন্ডল, বিপিএম মহোদয়ের নির্দেশনায় কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজিপুর থানার এই অভিযান অব্যহত থাকবে।