Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কাজিপুরে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সাথে সাংবাদিকদের বিদায়ী সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • ৩০৯ Time View

মোঃ আনোয়ার হোসেন কাজীপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (সদ্য এডিসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) জাহিদ হাসান সিদ্দিকীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।

মঙ্গলবার বেলা তিনটায় ইউএনও’র অফিসরুমে কর্মরত সাংবাদিকগণ বিদায়ী সাক্ষাতে মিলিত হন। এসময় সাংবাদিকগণ কাজিপুরে ইউএনও’র পৌণে চারবছরের কর্মযজ্ঞ নিয়ে স্মৃতিচারণ করেন। কাজিপুর প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক টিএম কামাল বলেন, সাংবাদিকদের কোন আবদারই তিনি(ইউএনও) এড়িয়ে যাননি। বরং নীতির মধ্যে থেকে যথাসম্ভব সেই কাজগুলো করেছেন। তাছাড়া তিনি ব্যক্তিগত জীবনের কথাও শেয়ার করেছেন। আমাদের সন্তানদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। তাদের জন্যে তিনি শুভকামনা জানিয়েছেন। এটা আর কোন ইউএনও করেনি।প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী বলেন, আসলে ইউএনও স্যারের সাথে আমাদের সাংবাদিকদের সম্পর্ক ছিলো অনেকটা পরিবারের একজন সদস্যের মতোই। নিউজ হবার মতো কোন বিষয় তিনি জানলে তা দ্রুতই আমাদের সাথে শেয়ার করেছেন। উন্নয়নের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে তিনি আমাদের সাথে শেয়ার করে প্রয়োজনীয় সহযোগিতা চাইতেন। আমরাও শতভাগ দেবার চেষ্টা করেছি।

কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল ইউএনও সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, তার পৌণে চার বছরের সময়কালে তিনি কাজিপুরে উন্নয়নের অগ্রযাত্রায় আমূল পরিবর্তন এনেছেন। শতকোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে তাতে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করে মানুষের ভাগ্যের উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। হাটবাজার উন্নয়ন, করোনাকালিন সময়ের সাহসী পদক্ষেপ গ্রহণ, সরকারি বিভিন্ন অফিসের পরিবেশের অবকাঠামোগত আধুনিকায়ন করেছেন। গ্রাম পুলিশদেরকে তিনি দায়িত্ব সম্পর্কে বুঝিয়েছেন। ফলে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকখানি। সর্বোপরি একজন সাংবাদিকবান্ধর সৎ অফিসার হিসেবে তার তুলনা তিনি নিজেই। তার চলে যাওয়ায় আমরা ব্যথিত। কিন্তু কর্মের খাতিরে তো যেতেই হবে। এসময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

বিদায়ী ইউএনও তার বক্তব্যে বলেন, আমার জীবনের একটি সোনালী সময় পার করলাম কাজিপুরে। ইউএনও হিসেবে আমি চেষ্টা করেছি বর্তমান সরকারের লক্ষ্যকে এগিয়ে নিতে কাজ করে যাবার। সে কাজে আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। এজন্যে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি টিমওয়ার্ক হিসেবে কাজিপুরের উন্নয়নে কাজ করে গেছি। আশা করি এই ধারা আর বন্ধ হবেনা। আপনারা তা খেয়াল রাখবেন। এসময় তিনি সাংবাদিকদের নিকট দোয়া কামনা করে বলেন, যেখানেই যাই আপনারা আমার জন্যে দোয়া করবেন।সাংবাদিকদের মধ্যে আরও স্মৃতিচারণ করেন মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম, মিজান রহমান ও আব্দুল মজিদ।
উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম, এনামুল হক মনি, আব্দুর রহিম, লিমন হেলাল, নাবিউর রহমান চয়ন, কোরবান আলী, আনোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কৃষি অফিসার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

কাজিপুরে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সাথে সাংবাদিকদের বিদায়ী সাক্ষাৎ

Update Time : ০৪:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

মোঃ আনোয়ার হোসেন কাজীপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (সদ্য এডিসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) জাহিদ হাসান সিদ্দিকীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।

মঙ্গলবার বেলা তিনটায় ইউএনও’র অফিসরুমে কর্মরত সাংবাদিকগণ বিদায়ী সাক্ষাতে মিলিত হন। এসময় সাংবাদিকগণ কাজিপুরে ইউএনও’র পৌণে চারবছরের কর্মযজ্ঞ নিয়ে স্মৃতিচারণ করেন। কাজিপুর প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক টিএম কামাল বলেন, সাংবাদিকদের কোন আবদারই তিনি(ইউএনও) এড়িয়ে যাননি। বরং নীতির মধ্যে থেকে যথাসম্ভব সেই কাজগুলো করেছেন। তাছাড়া তিনি ব্যক্তিগত জীবনের কথাও শেয়ার করেছেন। আমাদের সন্তানদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। তাদের জন্যে তিনি শুভকামনা জানিয়েছেন। এটা আর কোন ইউএনও করেনি।প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী বলেন, আসলে ইউএনও স্যারের সাথে আমাদের সাংবাদিকদের সম্পর্ক ছিলো অনেকটা পরিবারের একজন সদস্যের মতোই। নিউজ হবার মতো কোন বিষয় তিনি জানলে তা দ্রুতই আমাদের সাথে শেয়ার করেছেন। উন্নয়নের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে তিনি আমাদের সাথে শেয়ার করে প্রয়োজনীয় সহযোগিতা চাইতেন। আমরাও শতভাগ দেবার চেষ্টা করেছি।

কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল ইউএনও সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, তার পৌণে চার বছরের সময়কালে তিনি কাজিপুরে উন্নয়নের অগ্রযাত্রায় আমূল পরিবর্তন এনেছেন। শতকোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে তাতে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করে মানুষের ভাগ্যের উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। হাটবাজার উন্নয়ন, করোনাকালিন সময়ের সাহসী পদক্ষেপ গ্রহণ, সরকারি বিভিন্ন অফিসের পরিবেশের অবকাঠামোগত আধুনিকায়ন করেছেন। গ্রাম পুলিশদেরকে তিনি দায়িত্ব সম্পর্কে বুঝিয়েছেন। ফলে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকখানি। সর্বোপরি একজন সাংবাদিকবান্ধর সৎ অফিসার হিসেবে তার তুলনা তিনি নিজেই। তার চলে যাওয়ায় আমরা ব্যথিত। কিন্তু কর্মের খাতিরে তো যেতেই হবে। এসময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

বিদায়ী ইউএনও তার বক্তব্যে বলেন, আমার জীবনের একটি সোনালী সময় পার করলাম কাজিপুরে। ইউএনও হিসেবে আমি চেষ্টা করেছি বর্তমান সরকারের লক্ষ্যকে এগিয়ে নিতে কাজ করে যাবার। সে কাজে আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। এজন্যে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি টিমওয়ার্ক হিসেবে কাজিপুরের উন্নয়নে কাজ করে গেছি। আশা করি এই ধারা আর বন্ধ হবেনা। আপনারা তা খেয়াল রাখবেন। এসময় তিনি সাংবাদিকদের নিকট দোয়া কামনা করে বলেন, যেখানেই যাই আপনারা আমার জন্যে দোয়া করবেন।সাংবাদিকদের মধ্যে আরও স্মৃতিচারণ করেন মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম, মিজান রহমান ও আব্দুল মজিদ।
উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম, এনামুল হক মনি, আব্দুর রহিম, লিমন হেলাল, নাবিউর রহমান চয়ন, কোরবান আলী, আনোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কৃষি অফিসার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।