তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:
গতকাল ১২আগস্ট বেলা পৌনে দুটো নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বনদপ্তরের দুই আধিকারিকের মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপের কাছে অক্ষয়নগরে। এদিন নামখানা থেকে বারাসত বনদপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর নাথ এবং মন্দির বাজার বন দফতরের অবর পরিদর্শক আব্দুল হালদার একটি মোটর সাইকেলে কাকদ্বীপের দিকে যাচ্ছিলেন। ঠিক ওই সময় উল্টো দিক থেকে একটি মোটর ভ্যানকে একটি লরি বেপরোয়া ভাবে অতিক্রম করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সি সি ফুটেজ থেকে দেখা যায় যে, বাইক আরোহীরা লরিটির আগ্রাসন থেকে বাঁচার জন্য রাস্তার ধারে নেমে যাবার চেষ্টা করে। কিন্তু সেখানে পাথরকুচি জড়ো হয়ে থাকার জন্য বাইকটি আটকে যায়। লরিটি বাইকসহ দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে দীপঙ্কর নাথের মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন অপর আরোহী আব্দুল হালদারকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কাকদ্বীপ থানা ও হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘাতক গাড়ীর চালককে এখনও গ্ৰেপ্তার করতে পারে নি। রাস্তার ধারে ধারে বেলাগাম ভাবে পাথর, বালি প্রভৃতি জড়ো করে রাখার বিরুদ্ধে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন।