প্রদীপ অধিকারী, জেলা প্রতিনিধি, নদিয়া:

নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার কারণে কল্যাণী জে.এন.এম. হসপিটালে মানুষের ভীড় থাকে প্রায় সব সময়েই। লক ডাউন পর্বেও বহু মানুষ দূর-দুরন্ত থেকে এখনো প্রতিদিনই আসেন, যাদের বেশিরভাগ মানুষই দুঃস্থ পরিবারের।

এই দুঃস্থ ও অসহায় মানুষের সেবার জন্য কল্যাণী জে.এন.এম. হসপিটাল গেট সংলগ্ন ফুটপাতেই চালু করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট ‘মা প্রকল্প’, যেখানে মাত্র পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল, সব্জি ও ডিম।

প্রকল্প উদ্বোধনে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী ড. অনিরুদ্ধ বিশ্বাস জানান,  “প্রতিদিন গড়ে ২৫০ জন এই প্রকল্পের সুবিধা পাবেন। দুঃস্থ রোগী ও তার আত্মীয়স্বজনের সাথে সাথে লক ডাউনের কারণে কাজ হারানো গরীব মানুষও এই সেবায় উপকৃত হবেন”। হসপিটালে চিকিৎসাধীন রোগীর এক আত্মীয় জানান- “লক ডাউনের কারণে বেশীর ভাগ দোকানপাট, হোটেল বন্ধ, ফুলিয়া থেকে এক আত্মীয়কে নিয়ে এসেছি, ‘মা প্রকল্প’ হওয়ায় খাবার নিয়ে আর উৎকণ্ঠা থাকলো না, আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম জানাই।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে