কলঙ্ক

শাহরিন সুলতানা

দোষ বিনে সাজিনু দোষী
কারে কে বোঝায়
অতীতের যত খোটা সব
এখনো মিশে নায়।

জনসমাগম একাকিত্ব বোঝে না
শুধুই সম্ভাসন
ন্যায় অন্যায় কে দেখে ঘেঁটে
সাজে কথায় বড় সবজন।

চর-থাপ্পরে কাবু নহি
কলঙ্কে ভেঙে চুরমার
চিনি বিশ্ব চিনি
নাই কেউ পাশে দাঁড়াবার।

তোমরা সবাই আখড়া-মজলিশে হাজির
দাও করতালি
আজি মোর অসময়ে
অজুহাত হালি হালি।

প্রতিবাদে নাকি বিপদ বাড়ে
অকেজো প্রতিবাদের বাক
বিবেকের তাড়নায়
গতাসু কয় “থাক দূরে থাক”!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে