স্পোর্টস ডেস্ক:
টানা ৩ ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স, মাঠে নামার আগে ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথাই জানিয়েছিলেন নাইটদের অধিনায়ক ইয়ন মরগান। কিন্তু মাঠে তার ছিটেফোঁটাও দেখা মিলেনি, উল্টো নেতিবাচক ব্যাটিংয়ে জুটেছে আরও একটি হার।
কলকাতার দেওয়া ১৩৪ রানের জবাবে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পেয়েছে টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া দল রাজস্থান রয়্যালস।
কাজটা অনেকটাই সেরে রেখেছিলো রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিসরা, মুম্বাইয়ের রান বন্যার উইকেটে কলকাতাকে ১৩৩ রানে আটকে রেখেছিলো তারা।
জবাব দিতে নেমে ৫ রান করেই বরুণ চক্রবর্তীর বলে ফিরেন ওপেনার জস বাটলার, একবার জীবন পাওয়া আরেক ওপেনার যশস্বী জয়সোয়ালের ব্যাট থেকে আসে ২২ রানের ইনিংস। তবে রাজস্থানের জয় নিশ্চিত হয় তৃতীয় উইকেটে অধিনায়ক সাঞ্জু স্যামসন ও শিভাম দুবের ৪৫ রানের জুটিতে, শিভাম দুবে করেন ২২ রান।
রাহুল তেওয়াতিয়া ৫ রান করে আউট হলেও ডেভিড মিলারকে নিয়ে দ্বিতীয় জয় নিয়েই মাঠ ছাড়েন সাঞ্জু স্যামসন, গড়েন ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি। সাঞ্জু স্যামসন ৪১ বলে ২ চার ও ১ ছয়ে ৪২ রানে অপরাজিত থাকেন, ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ২৩ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী, ১ টি করে উইকেট পেয়েছেন শিভাম মাভি ও প্রসিধ কৃষ্ণ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নেতিবাচক ব্যাটিংয়ের মহড়া দেয় কলকাতা নাইট রাইডার্স, ২৪ রানের উদ্বোধনী জুটিতে খেলেন ৩৪ টি বল। ১৯ বলে ১১ রান করে শুভমান গিল রান আউটে কাটা পড়লেও সেই চাপ থেকে বের হতে পারেননি নিতিশ রানা, সুনিল নারাইনরা। চেতন সাকারিয়ার বলে আউট হওয়ার আগে নিতিশ রানা করেন ২৫ বলে ২২ রান, সুনিল নারাইনের ব্যাট থেকে আসে ৭ বলে ৬ রানের ইনিংস।
কোন বল না খেলেই শূন্য রানে রান আউটে ফিরেন অধিনায়ক ইয়ন মরগান, রাহুল ত্রিপাঠী কিছুটা চেষ্টা করেছেন। ২৬ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৬ রান করা ত্রিপাঠীকে ফেরান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিকরা পরিস্থিতির দাবী মেটাতে না পারায় ১৩৩ রানেই থামে কলকাতার ইনিংস।
এদিন দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ, ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ১ উইকেট; পেতে পারতেন আরও ২ উইকেট, তবে ক্যাচ মিসে তা আর হয়ে ওঠেনি, ৪ উইকেট পেয়েছেন ক্রিস মরিস।
সংক্ষিপ্ত স্কোরঃ
কলকাতা নাইট রাইডার্স ১৩৩/৯ (নিতিশ রানা ২২, রাহুল ত্রিপাঠী ৩৬, সুনিল নারাইন ৬, দিনেশ কার্তিক ২৫, প্যাট কামিন্স ১০, ক্রিস মরিস ৪/২৩, মুস্তাফিজুর রহমান ১/২২)।
রাজস্থান রয়্যালস ১৩৪/৪ (১৮.৫ ওভার; যশস্বী জয়সোয়াল ২২, সাঞ্জু স্যামসন ৪২*, শিভাম দুবে ২২, ডেভিড মিলার ২৪*, বরুণ চক্রবর্তী ২/৩২, শিভাম মাভি ১/১৯, প্রসিধ কৃষ্ণ ১/২০)।