ক্রীড়া ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১৪তম আসরের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছে ধোনির দল।
কলকাতার সাথে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসির ঝড়ে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চেন্নাই। ৫৯ বলে ৮৬ রান করেন ডু প্লেসি।
জয় পেতে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার দুই ওপেনার সুভনাম গিল এবং ভেঙ্কাটেস আইয়ার ৫০ রানের জুটিতে ভালো সূচনা করেন। তবে, দলীয় ১০৮ রানের মাথায় সুভনাম গিল ও আইয়ার আউট হওয়ার পর আর কোন ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে শিরোপা থেকে দূরে চলে যায় কলকাতা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রানে শেষ হয় কলকাতার ইনিংস। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন ফাফ ডু প্লেসি।
ফাইনালে সাকিব আল হাসান ৩ ওভারে ৩৩ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য, ব্যাটিংয়ে ১ বল খেলেও করতে পারেননি কোনো রান।