তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:
আজ কলকাতা প্রেস ক্লাবের মেন হলে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো।
সভায় পৌরোহিত্য করেন প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু মিত্র। এই সম্মেলনে কলকাতা ও সংলগ্ন দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদ জেলার প্রতিনিধিরা অংশ গ্ৰহণ করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়। তিনি সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মারক পত্রিকার আবরণ উন্মোচন করেন।
সম্মেলনে ডিজিটাল সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য প্রাঞ্জলভাবেএই বিষয়ে আলোকপাত করেন। এছাড়া আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক সীতারাম আগরওয়াল, শুভাশিস চট্টোপাধ্যায় প্রমুখ। বার্ষিক কার্যবিবরণী পেশ করেন সংগঠনের সম্পাদক সাজাহান সিরাজ।
কোভিড কালে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত ও অন্যান্য রোগীদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নিজের গাড়ী নিয়ে ছুটে বেড়িছিলেন কলকাতা দূরদর্শনের চিত্র সাংবাদিক সেখ সাবির। তাঁকে এদিন সংবর্ধনা জানানো হয়। এছাড়া আঞ্চলিক ইতিহাস চর্চার জন্য গণেশ ঘোষ এবং আরো কয়েকজনকেও সংবর্ধিত করা হয়। সভা সঞ্চালনা করেন আরিফুল ইসলাম।