মোংলা প্রতিনিধি:
বিশ্বব্যাপী মহামারি করোনা সংক্রমণরোধে বাংলাদেশ নৌবাহিনী নানা জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলার পৌরসভা এলাকাসহ ৬টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় স্থানীয় জনসাধারনের মাঝে লিফলেট বিতরণসহ কোভিড-১৯ ক্ষতিকর প্রভাব ও সংক্রমণরোধে প্ল্যাকার্ড নিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ১০ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবেনা। হাট বাজার দোকান পাট ও শপিং মলে পাস্পরিক দুরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা। শপিংমলে প্রবেশ মূখে তাপমাত্রা পরিমাপক যন্ত্র ও হাত ধোঁয়ার ব্যবস্থা রাখাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, হাট বাজার দোকানপাট ও শপিংমল অবশ্যই সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করা, পণ্য ও খাদ্য ক্রয়ে অবশ্যই জনসাধারনকে ই- কমার্স ব্যবহারে উৎসাহিত করা, বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক ব্যবহার করা, ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজনে অগ্রাধিকার দেওয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক সময় নির্দেশনা প্রতিপালন পূর্বক মসজিদে নামাজ আদায় করা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার প্রেসক্লাব খানজাহানহাট, চিলারহাট, দিগরাজ, সোনাইলতলা বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, হাসপাতাল চত্ত্বর, ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে।
এছাড়াও মোংলার অসহায় মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহয়তা, করোনা রোগীর বাড়ি গিয়ে বিভিন্ন পরমর্শ প্রদান, অসহায় করোনা রোগীকে খাদ্য পুষ্টিকর ফল এবং নানা রকম সহযোগীতা প্রদান করছে ।