কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রথম ঢেউ এর পর দ্বিতীয় ঢেউ রোধে নিবেদিতপ্রাণ বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে জনগণকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা অব্যাহত রেখেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত থাকেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদওয়ানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা অফিসার ্ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ আবু শাহিন কাদির, এস আই মহিউদ্দিন, মাহবুব হোসেন, খায়ের উদ্দিন, খোকন চন্দ্র ভৌমিক সহ থানার পুলিশ সদস্যবৃন্দ।