মহীতোষ গায়েন, মফস্বল সম্পাদক, পশ্চিমবঙ্গ :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন কিছু বিধিনিষেধ মানুষের কল্যাণে শিথিল করে পূর্ববর্তী বিধিনিষেধ ১৫জুলাই পর্যন্ত বহাল থাকছে।
এখন দেখে নেওয়া যাক কি কি উল্লেখযোগ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…
১.স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ১৫জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
২.৫০%যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারী বাস,মিনিবাস,জেলার বাস, অটো চলাচল করবে।
৩.বাজার, মাছ,মাংস,দুধ,সব্জি বাজার খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
৪.জিম,পার্লার,সেলুন খোলা থাকবে ১১থেকে ৬টা পর্যন্ত,৫০%গ্রাহক নিয়ে
৫.সরকারী অফিস কাছারিতে উপস্থিতি ৫০% করা হলো।
৬. জরুরী কাজ ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোর বিধিনিষেধ বহাল।
৭.সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দোকান খোলা থাকবে।
সাধারণ মানুষ এই ঘোষণার ফলে উপকৃত হবে এবং সংক্রমণের হার কমবে বলে বিভিন্ন সাধারণ মহল থেকে জানা গেছে।
দেবাঞ্জন প্রশ্ন নিয়ে সাংবাদিকদের উত্তরে তিনি বলেন ওকে আপনারা প্রতারক বলুন,এত সাহস ওর হয় কি করে সরকারি নথি ,লোগো জাল করে মানুষের সঙ্গে প্রতারণা, আমি চাই সে দৃষ্টান্তমূলক শাস্তি পাক,আমি সেভাবেই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছি।এবং এই ঘটনার প্রতারণা কাণ্ডের সাথে আর যারা যুক্ত আছে তারও তদন্ত করে শাস্তি হবে।