মোংলা প্রতিনিধি:
যে লোকটি মোংলায় করোনায় আক্রান্ত রোগীর পাশে দিনরাত ছুটে বেড়াতেন করোনা রোগীর সকল সাহায্য সহযোগীতা করতেন। সেই করোনা যোদ্ধা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম এখন নিজেই করোনায় আক্রান্ত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নমুনা পরিক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি খুলনা ডক্টরস পয়েন্টে চিকিৎসাধীন রয়েছেন।
‘কোভিড-১৯ পরিস্থিতিতে এই মহান মানুষটি মোংলায় করোনা মোকাবেলায় নানা কার্যক্রম পরিচালনা করেছিলেন। করোনা পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন হয়ে পরা দরিদ্র অসহায় সাধারন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তাদের খোঁজ খবর নিয়েছেন।
কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই মহান মানুষটি।
সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তিনি অনেক অবদান রেখেছেন।
মাইক হাতে কখনো বা লিফলেট বিতরণ করে আবার কখনো বা মাস্ক বিতরনের মাধ্যমে তিনি মোংলার মানুষকে সচেতন করার চেষ্টা করে ছিলেন। এছাড়াও মোংলায় ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাতের অন্ধকারে দোকানের সামনে ক্রেতাদের জন্য গোল চিহ্ন স্থাপন করে দিয়েছিলেন।
সর্বোপরি মোংলায় সকল স্তরে তার অবদান অতুলনীয়।
হাজারো মানুষের ভালবাসায় অভিষিক্ত শেখ কামরুজ্জামান জসিম মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হাই এবং বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই-এর বড় সন্তান। করোনায় আক্রান্ত শেখ জসিমের জন্য মোংলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোংলার অধিকাংশ মানুষ তাদের প্রিয় নেতার সুস্হতা কামনা করছেন।
শুক্রবার মোংলার বিভিন্ন মসজিদে এই প্রিয় নেতার সুস্হতা কামনায় দোয়া মাহাফিল আয়োজিত হয়েছে।