করোনা যুদ্ধের গান
মহীতোষ গায়েন

এসো আমরা ঘরে থাকি সব
হাত ধুই স‍্যানিটাইজারে,
সাবান জলে হাত ধুয়ে আজ
বাঁচার হদিশ পাইরে।

করোনা রোধের সরকারি বিধি
মানবো আমরা ভাই,
শুকনো কাশি আর জ্বর হলে;
মাস্ক পরে হাসপাতালে যাই।

প্রয়োজন ছাড়া বাইরে যাবনা
যাবনা আড্ডা দিতে;
এক মিটারের ব‍্যবধানে রবো
ওষুধ,খাদ্য নিতে।

মানবজাতির বিপর্যয়ে আজ
একসাথে মিলে লড়ি,
রাজনীতি নয়,ধর্ম নয়
এসো একজোট হয়ে পড়ি।

করোনা মুক্ত করতে আমরা
প্রতিরোধী গান গাই,
আমার বাংলা,তোমার বাংলা
মুক্তির গান গাই,বিজয়ের গান গাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে