করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বর্তমানে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, সকালে অনেক জ্বর ছিল। এখন কম। ভালো আছেন উনি। হাসপাতালে ভর্তি আছেন।

করোনা পজিটিভ কি না? জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, হ্যাঁ, করোনা পজিটিভ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে