মোংলা প্রতিনিধি:

মোংলার মানবতার সেবক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম কোভিড-১৯ সংক্রমণ থেকে সম্পুর্ন সুস্থ হয়ে আজ বিকেল সাড়ে ৪ টায় মোংলায় ফিরেছেন।

এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। তার আগামনে মোংলার সকল মানুষের মধ্যে আনন্দ ফুটে উঠেছে।
শেখ কামরুজ্জামান জসিম দুই সপ্তাহ আগে তীব্র জ্বর-সর্দি-কাঁশিতে আক্রান্ত হয়ে খুলনার ডক্টরস পয়েন্টে ভর্তি হন।
গত ২৪ সেপ্টেম্বর সিটি স্ক্যান’র মাধ্যমে তার করোনা পজেটিভ আসে। তারপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
উল্লেখ্য,গত মার্চ মাস থেকে করােনা সংক্রমণ শুরু হওয়া থেকে সে নানা সামাজিক কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। মোংলার অসহায় পরিবার গুলোকে বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেয়া,করোনা রোগীকে সাহায্য করা, মোংলায় করোনা সচেতনতার জন্য নানা কার্যক্রম পরিচালনা সহ তিনি মোংলার নানা সামাজিক কাজে অবদান রেখেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে