নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬এপ্রিল,২০২১:
পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই খোলার ঈঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এ বিষয়ে যথাসময়ে উচ্চ শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হবে বলে জানা যায়। গত ১৭মার্চ ২০২০ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এই রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। ইতোমধ্যে রাজ্যের বিদ্যালয়গুলি নির্দেশিকা জারি করে খুলে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য পঠন পাঠন অনলাইন চালাতে হয়েছে। সেক্ষেত্রে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে কিছু ক্ষেত্রে পঠন পাঠন ব্যহত হয়েছে।
তাই যাতে আর এই বিড়ম্বনার মধ্যে ছাত্রছাত্রীদের পড়তে না হয় তার জন্য এই পদক্ষেপ। যদিও করোনা বিধি মেনেই এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়।
এদিকে রাজ্যের বিভিন্ন শিক্ষাবিদ, অভিভাবক মহল এবং শিক্ষক মহল আশঙ্কা করছেন যে সম্প্রতি যেভাবে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ রাজ্য ও সারাদেশে মারাত্মকভাবে আছড়ে পড়েছে তাতে আবার যদি কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় তাতে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের সুকুমারমতি ছাত্রছাত্রী, অভিভাবক সহ সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন যে,অনলাইন ক্লাস ও পরীক্ষা তো দিব্যি চলছিল, ছাত্রছাত্রীরা তার সুফলও পাচ্ছিলেন, তবে হঠাৎ করে খামকা এইরূপ সিদ্ধান্ত কেন? শিক্ষকমহল ও বুদ্ধিজীবীদের একাংশ আবার এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নির্দেশিকা জারি হলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা জারি হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ভয়ংকর এই করোনা আবহে রাজ্যবাসী এ বিষয়ে সিঁদুরে মেঘ দেখছেন।