Dhaka ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনা অতিমারীর সময় রাত্রিকালীন পরিষেবায় ডাক্তার, অক্সিজেন সিলিন্ডার ও মেডিকেল সুবিধা নিয়ে কল্যাণীর আপনজন

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ৩৩৬ Time View

প্রদীপ অধিকারী, জেলা প্রতিনিধি, নদিয়া:

করোনা অতিমারীর সময় রাত্রিকালীন পরিষেবায় ডাক্তার, অক্সিজেন সিলিন্ডার ও মেডিকেল সুবিধা নিয়ে হাজির কল্যাণীর আপনজন।

প্রধান উদ্যোক্তা কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি টিংকু মুখার্জী এক বিশেষ সাক্ষাত্কারে জানিয়েছেন যে, “১ লা জানুয়ারি থেকে কল্যাণীর ও তার পার্শ্বস্থ কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবায় মানুষ ভীষণভাবে উপকৃত”। রাত্রি দশটা থেকে ভোর পাঁচটা, শুধুমাত্র একটি কলেই ডাক্তার সহ আপনজনের গাড়ি পৌঁছে যাচ্ছে করোনা রোগীর বাড়ি। প্রাথমিক চিকিৎসার পর যদি ডাক্তারের মনে হয় যে রোগীকে হসপিটালে নেওয়ার দরকার আছে, অক্সিজেন সিলিন্ডার ব্যাবস্থা সহ পৌঁছে দেওয়া হচ্ছে হসপিটালেও। এখানেই শেষ নয়, করোনা রোগীর বাড়ি স্যানিটাইজ করা, বয়স্ক ও মুমুর্ষ রোগীর বাড়িতে ওষুধ, খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ থেকে শুরু করে করোনা রোগীর মৃত্যু ঘটলে তার বাড়ি বা হসপিটাল থেকে নিয়ে আসা এবং অন্তস্টিক্রিয়ায়ও পাশে থাকছে আপনজন। শুধু নদিয়া নয় বাংলায় রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক সংগঠনের এই রকম উদ্যোগ এই প্রথম। যে কারণে কল্যাণীর প্রকৃত বন্ধু আজ আপনজন। আবেগপ্রবণ মুখার্জী জানান “আপনজনের 9830144020/ 9057751151/ 7044059550 নম্বরে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ টা কল আছে, আমরা ঈশ্বরের কাছে পর্থানা করি কোনো মানুষের যেন আপনজনকে কল না করতে হয়, খুব কষ্ট হয় মানুষের এই অতিমারীতে অসহায় অবস্থা দেখে। মানুষ সুস্থ থাক, তার পরিবারের সাথে ভালো থাক, এটা আমরা তথা আপনজনের সকল সদেশ্য কামনা করে”। তিনি আরও জানান যে “কল্যাণীর বহু মানুষ শহরের বাইরে থাকেন, বাড়িতে থাকেন শুধু বৃদ্ধ পিতা মাতা, তাদের দরকারে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি এটাই আমাদের ভালো লাগার”।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

করোনা অতিমারীর সময় রাত্রিকালীন পরিষেবায় ডাক্তার, অক্সিজেন সিলিন্ডার ও মেডিকেল সুবিধা নিয়ে কল্যাণীর আপনজন

Update Time : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

প্রদীপ অধিকারী, জেলা প্রতিনিধি, নদিয়া:

করোনা অতিমারীর সময় রাত্রিকালীন পরিষেবায় ডাক্তার, অক্সিজেন সিলিন্ডার ও মেডিকেল সুবিধা নিয়ে হাজির কল্যাণীর আপনজন।

প্রধান উদ্যোক্তা কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি টিংকু মুখার্জী এক বিশেষ সাক্ষাত্কারে জানিয়েছেন যে, “১ লা জানুয়ারি থেকে কল্যাণীর ও তার পার্শ্বস্থ কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবায় মানুষ ভীষণভাবে উপকৃত”। রাত্রি দশটা থেকে ভোর পাঁচটা, শুধুমাত্র একটি কলেই ডাক্তার সহ আপনজনের গাড়ি পৌঁছে যাচ্ছে করোনা রোগীর বাড়ি। প্রাথমিক চিকিৎসার পর যদি ডাক্তারের মনে হয় যে রোগীকে হসপিটালে নেওয়ার দরকার আছে, অক্সিজেন সিলিন্ডার ব্যাবস্থা সহ পৌঁছে দেওয়া হচ্ছে হসপিটালেও। এখানেই শেষ নয়, করোনা রোগীর বাড়ি স্যানিটাইজ করা, বয়স্ক ও মুমুর্ষ রোগীর বাড়িতে ওষুধ, খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ থেকে শুরু করে করোনা রোগীর মৃত্যু ঘটলে তার বাড়ি বা হসপিটাল থেকে নিয়ে আসা এবং অন্তস্টিক্রিয়ায়ও পাশে থাকছে আপনজন। শুধু নদিয়া নয় বাংলায় রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক সংগঠনের এই রকম উদ্যোগ এই প্রথম। যে কারণে কল্যাণীর প্রকৃত বন্ধু আজ আপনজন। আবেগপ্রবণ মুখার্জী জানান “আপনজনের 9830144020/ 9057751151/ 7044059550 নম্বরে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ টা কল আছে, আমরা ঈশ্বরের কাছে পর্থানা করি কোনো মানুষের যেন আপনজনকে কল না করতে হয়, খুব কষ্ট হয় মানুষের এই অতিমারীতে অসহায় অবস্থা দেখে। মানুষ সুস্থ থাক, তার পরিবারের সাথে ভালো থাক, এটা আমরা তথা আপনজনের সকল সদেশ্য কামনা করে”। তিনি আরও জানান যে “কল্যাণীর বহু মানুষ শহরের বাইরে থাকেন, বাড়িতে থাকেন শুধু বৃদ্ধ পিতা মাতা, তাদের দরকারে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি এটাই আমাদের ভালো লাগার”।