চলমান করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ঘাটতি বাজেট ৩ লাখ ডলারে পৌঁছেছে। মহামারি মোকাবিলায় ব্যাপক অর্থ ব্যয়ের কারণে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশটির বাজেটে ঘাটতি দেখা গেছে। এ অর্থবছর শেষ হওয়ার আগেই রেকর্ড ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে। খবর সিএনএন ও উইওননিউজ’র। 

যুক্তরাষ্ট্রে রাজস্ব বিভাগ জানায়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ৬ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। এর মধ্যে ২ ট্রিলিয়ন ডলারই ছিল করোনা নিয়ন্ত্রণ কর্মসূচিতে।

জানা যায়, ২০০৯ সালে পুরো অর্থবছরে যুক্তরাষ্ট্র যে পরিমানে ঘাটতি বাজেটের মধ্যে পড়েছিল তার দ্বিগুন হলো এ ঘাটতি বাজেট। ঐ সময় ২০০৮ সালের মহামন্দার ধাক্কা কাটাতে গিয়ে ধুঁকছিল মার্কিন সরকার।

বর্তমানে দেশটিতে চলমান বেকার ভাতা এ বাজেট ঘাটতিতে ভূমিকা রাখছে বলে মনে করছে মার্কিন শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানায়, দেশে অন্তত ২০ শতাংশ মানুষ বেকার ভাতা গ্রহণ করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে