নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭ জনে। আর গত ২৪ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৭ জন। ফলে মোট  শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৫২হাজার ১৭৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৩ জন।এ নিয়ে করোনা থেকে দেশে মোট সুস্থ হলো দুই লাখ৬০ হাজার ৭৯০ জন।

আজ (মঙ্গলবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়কএক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় নমুনাপরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৯শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগীশনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

দেশে করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৯০ জন (৭৭ দশমিক ৬৯ শতাংশ) ও নারী একহাজার ১১৭ জন (২২ দশমিক ৩১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায়করোনায় মৃত ২৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন  বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন,পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।

বিভাগ অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন,রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেট বিভাগে একজন  ও রংপুরে একজন রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে