সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাজধানীর ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা আলহাজ্ব মো. তানজামুল হক (৭০)।
গতকাল বুধবার রাত ১১টায় তিনি ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার শ্যালক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত তানজামুল হক উপজেলার ভানোর ইউনিয়নের রুহিমারী গ্রামের বাসিন্দা তিনি ঢাকায় পরিবারের সাথে থাকতেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় তার বাড়ীতে খোঁজ নিয়ে জানা গেছে লাশবাহী গাড়ী মরদেহ পৌছে দিয়েছে আজ রাতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় গত কয়েকদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন এর মধ্যে ৩ জন জেলার বাহিরে অবস্থান করছেন অপর দুইজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।